মৌলভীবাজার জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৩ পিএম, ৮ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৬:২৪ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মৌলভীবাজার জেলায় জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বি-বার্ষিক সম্মেলনে ডাঃ দিলশাদ পারভীন কে সভাপতি ও শিল্পী বেগম কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
আজ শনিবার সকাল ১১ টায় মৌলভীবাজার শহরে অবস্থিত রেষ্ট ইন হোটেল এন্ড রেস্টুরেন্টে, এস.আর. প্লাজায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় মৌলভীবাজার জেলা মহিলা দলের সম্মেলনে প্রধান অতিথি ও সম্মেলন উদ্বোধক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস। প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম.নাসের রহমান।
বিশেষ অতিথি ছিলেন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সুলতানা আহমেদ, সাম্মী আক্তার (সাবেক এম.পি) সমন্বয়কারী মহিলা দল সিলেট বিভাগ।
আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফয়জুল করিম ময়ূন, সদর উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ ফখরুল ইসলাম, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ বকসি মিসবাউর রহমানসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস জেলা মহিলা দলের আংশিক মহিলা দলের কমিটি ঘোষণা করেন।
এ সভায় নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি ডাঃ দিলশাদ পারভীন, সিনিয়র সহ-সভাপতি নাসরিন পারভীন, সাধারণ সম্পাদক শিল্পী বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়া রহমান ইতি, সাংগঠনিক সম্পাদক সুফিয়া আক্তার কলি কে করে কমিটি ঘোষণা করা হয়।