শেখ হাসিনার পতন ছাড়া উপায় নাই : মশিউর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৮ পিএম, ৮ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:১২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপারর্সনের উপদেস্টা কাউন্সিলের সদস্য সাবেক হুইপ মশিউর রহমান বলেছেন, আমরা যদি বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে চাই, দেশের স্বাধীনতা, ভোটের অধিকার ও সাবভৌমত্বকে টিকিয়ে রাখতে চাই তাহলে শেখ হাসিনার পতন ছাড়া উপায় নাই।
তিনি আরো বলেন, আমাদের এক দফা এক দাবি শেখ হাসিনা কবি যাবি। তাই শেখ হাসিনার পতনের জন্য ময়মনসিংহ বিভাগের মহাসমাবেশ সফল করার জন্য জামালপুরের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানান। বিএনপির কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর বিএনপির ময়মনসিংহ বিভাগের মহাসমাবেশ সফল করার লক্ষে জামালপুর জেলা বিএনপি আয়োজিত প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
আজ শনিবার দুপুরে শহরের স্টেশন রোডে সিটি হাউসে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনের পরিচালনায় প্রধান ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, কেন্দ্রিয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক প্রমূখ।
সভা শেষে বিএনপি চেয়ারপারর্সনের উপদেস্টা কাউন্সিলের সদস্য সাবেক হুইপ মশিউর রহমানের নেতৃত্বে সকল নেতৃবৃন্দ শহরের প্রধান সড়কের দু’পাশে সাধারন মানুষ ও দোকানপাটে লিফলেট বিতরন করেন।