ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৯ পিএম, ৭ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:১৭ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের ২০২২কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিতী এলাকায় আলাদীন পার্কের হল রুমে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা সভাপতি আব্দুর রহমান বাবুলের সভিপতিত্বে।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভির সঞ্চালনায় ২০২২কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী। প্রধান বক্তাস্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
প্রধান অতিথি বলেন, খুনি হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবে না। ১৫বছরে আমাদের বিএনপির অনেক নেতা কর্মী গুম হয়েছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমরা সংগ্ৰাম চালিয়ে যাব। এ সময় কর্মী সভায় উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান বানী ও ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহাম্মদসহ প্রমুখ।