ময়মনসিংহে ১৫ অক্টোবর গণসমাবেশ সফল করতে উত্তর জেলা ও মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০১ পিএম, ৭ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:২৬ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক হুইপ বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমান বলেছেন, আওয়ামী লীগ অপকর্মে করে পিঠ বাচাতে অন্যের ওপর তা চাপিয়ে দিতে সিদ্ধহস্ত।
আজ শুক্রবার প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জনগণ ও আন্দোলনকে বিভ্রান্ত করতে প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন, কিন্তু তাদের ব্যর্থতায় দেশ যে শোচনীয় পরিস্থিতি তা আড়াল করতে পারেন নাই। তিনি আজ বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা ও সন্ধ্যায় ময়মনসিংহ মহানগর বিএনপির পৃথক পৃথক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এসকল সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলমও বক্তব্য রাখেন।
তিনি বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগের জনসমর্থন নেই বলেই তারা ক্ষমতায় টিকে থাকতে বিদেশীদের সহযোগিতা চাচ্ছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে গোমর ফাঁস করে দিয়ে বলেছেন, হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে তিনি নিজে ভারতের সহযোগিতা চেয়েছেন। মশিউর রহমান আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সর্বাত্মক সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।
সভায় ১৫ অক্টোবর গণসমাবেশ সফল করতে মহানগর ও উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া মহল্লা, গ্রাম, গন্জে গণসংযোগ ,প্রচারপত্র বিতরণ, প্রচার, প্রচারণা ধারাবাহিকভাবে অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। বক্তব্য রাখেন, সাবেক এমপি আবুল বাশার আকন্দ, শাহ নূরুল কবীর শাহীন, ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নূরুল হক, বিএনপি নেতা হাফেজ আজিজুল হক, আমিনুল হক, আমিরুল ইসসলাম মনি, জেলা যুবদলের সভাপতি শামসুল হক, ছাত্রদলের সাধারণ সম্পাদক হলুদ, মহিলাদলের সভানেত্রী তানজিলা চৌধুরী লিলি বক্তব্য রাখেন।
মহানগর বিএনপির সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ। বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাড. এম এ হান্নান খান, শামীম আজাদ মাহবুবুল আলম, বিএনপি নেতা কোহিনূর হোসেন, নজরুল ইসলাম ভূইয়া, ইকবাল চৌধুরী বাবলা, রফিকুল আলম শামীম, যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন তালুকদার, ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, মহিলা দলের সাধারণ সম্পাদক ফারিয়া তাসনিম তিথি,
তাঁতীদলের সভাপতি ডা. জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড বিএনপির প্রতিনিধি দুলাল হোসেন, আবুল কাশেম, সাইফুল ইসলাম, হাবিব উল্লাহ ডালিম, মজনু মিয়া, মো: সেলিম, জুয়েল মিয়া।