ফেসবুকে পোস্ট দেয়ায় নিপুণ রায়ের বিরুদ্ধে থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৮ পিএম, ৭ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৪০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দক্ষিণ কেরানীগঞ্জে দেবীদুর্গার প্রতিমা বিসর্জনে বাধা দেয়া হচ্ছে- বুধবার রাতে ফেসবুকে পোস্ট দেয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি।
গত বুধবার রাত ৯টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন নিপুণ রায় চৌধুরী। সেখানে তিনি লেখেন- দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি নাগরমহল ঘাটে মা দেবীদুর্গার বিসর্জনে বাধা প্রদান করেছেন; যা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, নিপুণ রায়ের বিরুদ্ধে আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি একটা জিডি করেছেন। সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।