ছাত্রলীগের হামলায় ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন পাগলা থানার ছাত্রদল নেতা আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২১ পিএম, ৭ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:৫৯ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন পাগলা থানার উস্থি ইউনিয়ন ছাত্রদল নেতা মাইনুল হাসান মার্জিনের উপর উস্থি ইউনিয়ন ছাত্রলীগের রাসেল, রক্সি, যুবলীগের মাসুদ, ফেরদৌস, মহসিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ৫ অক্টোবর বুধবার দুপুর ১২ টায় অতর্কিতে কাপুরুষিত ও বর্বরোচিত হামলা চালিয়ে গুরতর আহত করে। বর্তমানে সে ঢাকার সোহরোয়ার্দী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্ছা লড়ছে!
উল্লেখ্য যে, জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টির জন্য ছাত্রলীগ, যুবলীগের এসব সন্ত্রাসীরা একের পর এক হামলা চালাচ্ছে।
বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ছাত্রলীগ, যুবলীগের অত্যাচারে অতিষ্ঠ গফরগাঁও-পাগলার জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে! শীঘ্রই জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে এসব সন্ত্রাসীরা পালানোর পথ খুঁজে পাবে না।
ছাত্রদল নেতা মাইনুল হাসান মার্জিনের উপর এহেন ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু।