ছাত্রলীগ নেতার দুধে গোসল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৫ এএম, ৭ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৫০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
প্রায় এক যুগ পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের ১৯ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি গত বুধবার অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। কমিটিতে ১নং সহ-সভাপতির পদ পেয়েছেন পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমিন মিয়া। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটি প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবারই দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। পরে রাতে দুধ গোসলের সে ভিডিও পোস্ট দিয়েছেন নিজের ফেসবুক ওয়ালে।
ভিডিও পোস্টটিতে তিনি লিখেছেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭টা মামলার আসামি, সর্বোচ্চ গ্রাউন্ড নিয়ে গত ১ বছর পুলিশের হয়রানি। বিদায় বেলায় পেশাগত জীবনে পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।’
পোস্টটিতে আরমিয়া মিয়া আরো লিখেন, ‘ছাত্রদল আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত, রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি, আবেগে ভেজালের স্থান নেই। ভাল থাকবেন প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ভালবাসার সুলতান গ্যাং দ্যা কোল্ড ব্লাডেড মার্ডারার। প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না, প্রকৃতি সঠিক সময়ে ফিরিয়ে দেয়, দিবে, অপেক্ষায় থাকলাম।’
এ বিষয়ে ছাত্রলীগ নেতা মো. আরমিন মিয়া বলেন, ছাত্রদল থেকে আসা সভাপতির পদ পাওয়া ব্যক্তির পেছনে রাজনীতি করতে পারব না। বয়সের কারণে সিনিয়রদের কমিটিতে রাখা হয়নি। ঘোষিত কমিটিতে আমিই সবার সিনিয়র।
সভাপতি করা হলে আমাকে করা হবে। আমি কোন পদের প্রার্থী তা না জিজ্ঞেস করেই ফেসবুকে কমিটি ঘোষণা করা হয়েছে।
আরমিন আরো বলেন, আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলাম। তবে পদত্যাগ করিনি। যদি কমিটি পুনর্গঠন করা হয়, তাহলে আমি ছাত্র রাজনীতিতে ফিরে আসব।
প্রসঙ্গত, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার রাতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশ করা হয়। আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া নতুন কমিটিতে নাজমুল আলমকে সভাপতি ও মো. তোফায়েল আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।