বিএনপি মানেই জামায়াত নয় : টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৬ এএম, ৭ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:১৩ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যুগপৎ আন্দোলন ও রাজনীতির স্বার্থেই জামায়াতের মতো ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট করা হয়েছে। কিন্তু বিএনপি মানেই জামায়াত নয়, জামায়াতের সাথে বিএনপিকে ট্যাগ করার সুযোগ নেই।
আজ শুক্রবার দুপুরে প্রেসক্লাবে ‘নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, শিগগিরই তত্ত্বাবধায়ক সরকারের রুপরেখা ঘোষণা করবে বিএনপি। কোনো ষড়যন্ত্র, বাধায় মাথানত করবে না বিএনপি। যুগপৎ আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হবে। নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন কখনও সম্ভব নয়। দলের নেতাকর্মীরা জীবন দিতে ভয় পায় না। যুগপৎ আন্দোলন শুরু হয়েছে। সেই সঙ্গে জাতীয় ঐক্য গঠনের আলোচনাও শুরু হয়েছে।
বিএনপি'র স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আন্দোলনের শুরুতেই এরই মধ্যে ৫ জন নিহত হয়েছেন। এবারের আন্দোলনে বিএনপি জয়লাভ করবে। দেশের পরিস্থিতি খারাপ উল্লেখ করে তিনি বলেন, তার নিজের বাবা মায়ের কবর জিয়ারত করতে গেলেও পুলিশকে বলে যেতে হয়।
নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ নেতাদের মানুষ দেশের পছন্দ করছে না।
দেশের ৭ কোটি মানুষ এখন গরিব, ৪ কোটি মানুষ বেকার। তাই দেশের পরিস্থিতি ভালো নয়। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন তিনি। কয়েক দিনের মধ্যে বিএনপি মহাসচিব যে তত্ত্বাবধায়ক সরকারের রূপকল্প ঘোষণা করবেন তা নিয়ে যাতে জনমনে প্রশ্ন তৈরি না হয় সে আহ্বান জানান তিনি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। এ জন্য তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।