ঐক্যবদ্ধভাবে জিয়া পরিবারের কল্যাণের জন্য কাজ করতে হবে : এনামুল হক শাহীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৬ পিএম, ৬ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:১৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও শাজাহানপুর উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি এনামুল হক শাহীন বলেছেন, জিয়া পরিবার চরম দু:সময় অতিবাহিত করছে। জিয়া পরিবার বগুড়া তথা শাজাহানপুরের মানুষের জন্য অনেক কিছু করেছে। বগুড়াকে তিলোত্তমা নগরীতে পরিণত করেছে। কিন্তু আমরা তাদের জন্য কিছু করতে পারিনি। আগামীতে আন্দোলন সংগ্রামের ডাক আসবে। সেই ডাকে সকলকে ঝাঁপিয়ে পড়ে জিয়া পরিবারকে খুনী হাসিনার রোষানল থেকে মুক্ত করতে হবে। এ জন্য দরকার একতা। সর্বস্তরের নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলে জিয়া পরিবারের কল্যাণের জন্য এক কাতারে এসে কাজ করার আহবান জানান তিনি।
আজ বৃহষ্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে শাজাহানপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাংগঠনিক যৌথ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক(১) হারেজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক(২) আবু শাহীন সানি, আমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমান, চোপীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু, খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ মন্ডল, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সাখাওয়াত হোসেন, মোহসীন আলী, বিএনপি নেতা আব্দুল হাই সিদ্দিকী রনি, রফিক, আনোয়ার হোসেন, নাছির, বাশার, দেলোয়ার, মিঠু, শফিকুল, রাজা, বুদ্ধি, কামরুল, মোশারফ, মাসুদ, বেলাল, মামুন, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজাদ, সদস্য সচিব হাসান আলী, যুবদল নেতা সাজু, ছাত্রদল নেতা মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।