গাজীপুরে বিএনপির শোক র্যালী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ৬ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৫৯ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার শোকর্যালী করেছে গাজীপুর মহানগর বিএনপি। র্যালীটি মহানগর বিএনপির সদস্য সচিব মো. শওকত হোসেন সরকারের নেতৃত্বে নগরীর রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কালো ব্যাজ ধারণ করে ও হাতে হাতে কালো পতাকা নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলীয় নেতাকর্মীরা এ র্যালীতে অংশ নেন।
এসময় র্যালীতে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপি নেতা ড. সহিদউজ্জামান, আহমেদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মাহবুবুল আলম শুক্কুর, কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, জিএস সুরুজ আহমেদ, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সরকার জাভেদ আহমেদ সুমন, বসির আহমেদ বাচ্চু, জয়নাল আবেদীন তালুকদার, হুমায়ুন কবীর রাজু, আরিফ হোসেন হাওলাদার, শাহাদাত হোসেন শাহীন, আব্দুর রহিম খান কালা, শেখ মো. আলেক, মো. জাহাঙ্গীর আলম, সাজ্জাদুর রহমান মামুন, আসাদুজ্জামান আসাদ, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, সাংবাদিক দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদল সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। এর আগে দলীয় কার্যালয় প্রাঙ্গনে পথসভায় গণতন্ত্রের আন্দোলনে পুলিশের গুলিতে দলীয় নেতাকর্মী হত্যাকা-ের বিচার দাবী করেন।