তথ্য সংগ্রহে নিষেধাজ্ঞা দিয়ে কর্তৃত্ববাদী সরকার দুর্নীতি ধামাচাপা দিয়ে চায় : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৬ পিএম, ৬ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৫৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
তথ্য সংগ্রহে নিষেধাজ্ঞা দিয়ে কর্তৃত্ববাদী সরকার তাদের লাগামহীন দুর্নীতি ও লুটপাট ধামাচাপা দিয়ে চায় বলে অভিযোগ তুলেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বর্তমান সরকার মহানদানবে পরিণত হয়েছে। গত পরশুদিন রাজবাড়ীর এক বোনকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনামূলক পোস্ট দেওয়ার কারণে রাতের অন্ধকারে দুই সন্তানের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আটক করা হয়েছে। এ ঘটনা সরকারের কর্তৃত্ববাদের প্রমাণ করে। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা জানেন গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়সহ বিভিন্ন দফতরের তথ্য সংগ্রহে নিষেধাজ্ঞা জারী হয়েছে। এই নিষেধাজ্ঞা দিয়ে ফ্যাসিবাদী সরকার তাদের লাগামহীন ধূর্নীতি ও লুটপাটের খবর ধামাচাপা দিয়ে চায়। এতেই প্রমাণ হয় সরকারের পায়ের তলার মাটি সরে গেছে।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় ময়মনসিংহ নগরীর বিএনপি কার্যালয়ের সামনে সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ নেতা নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শোক র্যালী পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি নেতা প্রিন্স আরও বলেন, সরকার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদদের রক্ত বৃথা যেতে পারে না, বৃথা যেতে দিব না। আগামী দিনে অবশ্যই প্রতিটি হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত পূর্বক বিচার করা হবে।
সমাবেশ শেষে একটি শোক র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর বাগারবাড়ী এলাকার সড়কে দিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, অ্যাড. এমএ হান্নান খান, শাহ শিব্বির আহমেদ ভুলু, একেএম মাহাবুবুল আলম মাহাবুব, শামীম আজাদ, ফারজানা রহমান হুসনা প্রমূখ।
এছাড়াও মহানগর বিএনপি আয়োজিত এই শোক র্যালীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন। এ সময় তারা কালো পতাকা উড়িয়ে দলীয় সহযোদ্ধা নিহতের ঘটনায় প্রকাশ করেন।