সদ্য কারামুক্ত তুহিনকে নগর বিএনপির ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪২ পিএম, ৪ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৩৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দীর্ঘ এক মাস কারাভোগের পর মুক্তি পান। আগামী ১২ অক্টোবর বিশাল গণসমাবেশ উপলক্ষে গতকালের প্রস্তুতি সভা শেষে তুহিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহাজান খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাসেম বকরসহ চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।