সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের কর্মী সম্মেলনে ৯টি ওয়ার্ড কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১০ পিএম, ২ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:২৬ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
সাতকানিয়ার তৃণমূল পর্যায়ে ওয়ার্ড় হতে ইউনিয়ন পর্যন্ত দল কে সুসংগঠিত করার লক্ষে সাতকানিয়া উপজেলার ১নং চরতী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চরতী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ ইউনুস মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে শীঘ্রই বীরের বেশে ফিরে আসবেন এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, সাতকানিয়ায় তৃণমূল পর্যায়ে বিএনপির যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই গণজাগরণ কে গণআন্দোলনে রূপ দিতে হবে।
কর্মী সভায় উপস্থিত ছিলেন, চরতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম সিকদার, চরতী ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান, তৌহিদ তালুকদার নাসির, মোস্তফিজ, চরতী ২নং ওয়ার্ড সভাপতি হাজী নুরুল আমিন, ২নং ওয়ার্ড সভাপতি আবদুর রহমান, ৩নং সভাপতি মনু চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ৪ ওয়ার্ড সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক শহীদ, ৫নং ওয়ার্ড সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক শহীদুল আলম, ৬নং সভাপতি ছগির আহমদ, সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, ৭নং ওয়ার্ড় সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক হোসেন আলী, ৮নং ওয়ার্ড় সভাপতি কামাল সওদাগর, ৯নং ওয়ার্ড সভাপতি ইয়াসীন চৌধুরী, সাতকানিয়া উপজেলা যুবদল নেতা মোহাম্মদ নাজিম উদ্দীন, ইকবাল হোসেন রুবেল, নাজমুল হাসান সম্রাট উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা এহসানুল করিম, সাতকানিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রদল নেতা মিনহাজুল হক, আব্দুর রহমান মাহী, মোহাম্মদ সামী, সালমান, আদনান, ইমতিয়াজ সাকিব শুভ সহ অসংখ্য ইউনিয়ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।