বিএনপি 'ধর্ম যার যার রাষ্ট্র সবার' নীতিতে বিশ্বাসী : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৮ পিএম, ২ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ১০:৩৭ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সকল ধর্মীয় স্বাধীনতা, মূল্যবোধ এবং 'ধর্ম যার যার রাষ্ট্র সবার' নীতিতে বিশ্বাসী। এই নীতির প্রতিফলন ঘটিয়ে বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মেলবন্ধনে রেইনবো সোসাইটি গড়ে তুলতে বদ্ধপরিকর।
আজ রবিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী, শাকুয়াই, বিলডোরা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এ বক্তব্য রাখেন। তিনি উপস্থিত ভক্ত ও পূজারীদের প্রতি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দূর্গা পূজার শারদীয় শুভেচ্ছা জানান এবং অনুদান প্রধান করেন।
এসময় হালুয়াঘাট ঊপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, আবু হাসনাত বদরুল কবির, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, মোতালেব হোসেন, মানু, সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, জেলা ছাত্রূলের যুগ্ম সম্পাদক সুব্রত পাল, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, সদস্য সচিব আলী আজগর, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।