সিলেট ও ময়মনসিংহ নেতাদের সাথে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৪ পিএম, ২ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:২০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিলেট ও ময়মনসিংহ বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভাগভিত্তিক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, আব্দুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।
সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলা ও মহানগর বিএনপি সভাপতি-আহবায়ক সাধারণ সম্পাদক, সদস্য সচিব, ১ নম্বর যুগ্ম আহবায়ক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, ১ নম্বর সদস্যগণ উপস্থিত ছিলেন।