সরকারকে বেকায়দায় ফেলতে সহিংসতা করলে কঠোর জবাব : কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৩ পিএম, ২ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০১:৪৮ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নির্বাচন সামনে রেখে সরকারকে বেকায়দায় ফেলতে যদি কেউ সহিংসতার আশ্রয় নেয় তাদেরকে চিহ্নিত করে কঠোর জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রবিবার রমনার কালিমন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার ১২ বছর ১২টি পূজা পার করেছে। এর মধ্যে গতবার একটি পূজায় হামলায় হয়েছিল। এটা ছিল দুঃখজনক ঘটনা। এসব কাজ তারাই করে যারা হিন্দুদের বাড়িঘর জমি দখল করে। এবার যেন গতবারের মতো কলঙ্কিত ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরাও সক্রিয় আছে’ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যেখানে প্রয়োজন আইনপ্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করবে নেতাকর্মীরা। ‘এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা চলছে’ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শান্তিপূর্ণ দুর্গা উৎসবের দেশ বাংলাদেশ। আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারকে বেকায়দায় ফেলতে যদি কেউ সহিংসতার আশ্রয় নেয় তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেয়া হবে। এর আগে রামকৃষ্ণ মিশনে পূজামন্ডপ পরিদর্শন শেষে ওবায়দুল কাদের বলেন, ‘এবার ৩২ হাজারের বেশি পূজামন্ডপ হয়েছে। দুর্বৃত্তরা টার্গেট করেছে সনাতনদের। এবারও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে। তারপরও সতর্ক থাকতে হবে।
‘সারাদেশে পুলিশ সহিংসতার বিরুদ্ধে এবার শক্ত অবস্থানে। আওয়ামী লীগও সতর্ক অবস্থানে আছে।’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘হিন্দুরা আপনারা ভয় পাবেন না, এবার আমরা প্রস্তুত। দুর্বৃত্তরা কোনো দলের না, যে দলেরই হোক তাদের প্রতিরোধ করতে হবে। কঠোর শাস্তি দিতে হবে। এদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি। যারাই অন্যায়কারী তাদের ক্ষমা নেই। এসময় শান্তিপূর্ণ পূজা অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য বিরোধীদলকেও আহ্বান জানান তিনি। বলেন, ‘দুর্গোৎসব সফল করতে বিরোধীদল দায়িত্বশীল আচরণ করবে বলে আশা করি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে অশুভ চক্র হিন্দুদের ওপর হামলা চালিয়ে ভারতকে বার্তা দিতে চায়, আওয়ামী লীগ সরকারের আমলে তারা নিরাপদ নয়। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।