ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গনসমাবেশ সফল করতে সাংগঠনিক ৭ জেলার সমন্বয় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৫ পিএম, ১ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৫৮ এএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহে বিভাগীয় গনসমাবেশ সফল করার লক্ষ্যে সমন্বয় সভা করেছে ময়মনসিংহ বিএনপির সাংগঠনিক সাত জেলা ইউনিটের র্শীষ নেতারা। এতে বিএনপির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
আজ শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবের চতৃর্থ তলা অডিটরিয়ামের এই সমন্বয় সভা করে বিএনপির বিভাগীয় গনসমাবেশ সমন্বয় টিম।
এ সময় বিভাগীয় গনসমাবেশ সমন্বয় টিমের দলনেতা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য নজরুল ইসলাম খান।
সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঞ্চালনায় ১৫ অক্টোবরের গনসমাবেশ সফল করতে নানা ধরনের পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারসহ জামলপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা বিএনপির র্শীষ নেতৃবৃন্দ।