সিরাজগঞ্জে ওলামা দলের বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৯ এএম, ১ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৬:০৯ এএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
সিরাজগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা ওলামা দলের উদ্যোগে ভোর ৬টায় ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, বাদ আছর দলীয় কার্যালয়ে কোরআন খানি ও বাদ মাগরিব ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, ধর্ম বিষয়ক সম্পাদক টি আহম্মেদ জাকারিয়া টুটুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সম্মেলন প্রস্তুতি সমন্বয় কমিটির সদস্য সচিব শেখ মোঃ এনামুল হক।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালমা খাতুন বিএ, দপ্তর সম্পাদক শবনম পারভীন, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব আলমাস আহমেদ, জেলা জাসাস'র আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ, সদস্য সচিব টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সাধারণ সম্পাদক আকাশ খন্দকার, সদর উপজেলা যুব দলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান,জহুরুল ইসলাম, শহর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকাশ, সদর উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা ওলামা দলের আহবায়ক কমিটির সদস্য মাওলানা মোঃ রফিকুল ইসলাম রফিক, মোঃ লেলিনসহ বিএনপি, ওলামা দল,ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।