লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৭ এএম, ১ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:০৮ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
লক্ষ্মীপুর সদর উপজেলায় আলাউদ্দিন পাটওয়ারী (৪৭) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর পোদ্দার পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
আলাউদ্দিন রশিদপুর গ্রামের সাদেক পাটওয়ারীর ছেলে। তিনি বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
নিহতের চাচা জামাল হোসেন সাংবাদিকদের জানান, আলাউদ্দিন মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। পথে রশিদপুরের পোদ্দার দিঘির পাড়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এসে তাকে পোদ্দার বাজারের একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।