ময়মনসিংহে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ওলামাদলের দোয়া ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৯ পিএম, ৩০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:২৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহে ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী ওলামাদল উত্তর জেলা শাখা।
আজ শুক্রবার রাত ৮টায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় উত্তর জেলা ওলামাদলের সভাপতি মাওলানা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব আকবর আলীর সঞ্চালনায় ফিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু প্রমূখ।
এছাড়াও আলোচনা সভা জেলা ও অঙ্গ সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমান সমাজে ধর্মীয় মূল্যবোধ নেই। সেকুলারিজমের নামে বর্তমান শাসক গোষ্টি দেশকে ধর্মহীন করার চেষ্টা করছে।
এ অবস্থায় সমাজের আলেম উলামাদের ঐক্যবদ্ধ করে ওলামা দলে সম্পৃক্ত করার আহবান জানিয়ে বলেন, গণতন্ত্রের সুষ্ঠ বিকাশ না থাকলের ধর্মের সুষ্ঠ বিকাশ বাঁধাগ্রস্থ হবে। আর এ কারণেই বর্তমানে ধর্মী সভা সমাবেশে বাঁধা হচ্ছে। এই অবস্থার উত্তরণে ওলামা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।