ময়মনসিংহে বিএনপি মিডিয়া সেলের মতবিনিময় সভা শনিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৬ পিএম, ৩০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৫২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি মিডিয়া সেলের আয়োজনে শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে "জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তী জাতীয় সরকার ও দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট অপরিহার্য" শীর্ষক ময়মনসিংহ বিভাগের বিশিষ্টজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় সভাপতি করবেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব, সাবেক সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, অনুষ্ঠান সঞ্চালনা করবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী।
আলোচনায় অংশ নেবেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, সাবেক সংসদ সদস্য শাম্মী আকতার, ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিনসহ ময়মনসিংহের বিশিষ্ট ব্যক্তিরা।