অভ্যন্তরীণ কোন্দলের জেরে বগুড়ার শেরপুরে ছুরিকাঘাতে আ.লীগ কর্মী খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৪৮ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বগুড়ার শেরপুরে অভ্যন্তরীরণ কোন্দলের জেরে ব্যবসায়ী শেখ গোলাম মুর্তুজা অভি (৩৩) কে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার সাড়ে ৬টায় শেরপুর উপজেলা পরিষদের নয়াপাড়া এলাকায় একটি গ্যারেজের সামনে এ ঘটনাটি ঘটে।
এ সময় ছুরিকাঘাতকৃত অভিকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সন্ধ্যা সাড়ে ৭টায় এমন তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী।
নিহত শেখ মুর্তজা অভি শেরপুর পৌর শহরের বারদুয়ারীপাড়ার মৃত হোসাইন কাওসার ফুয়ার ছেলে। সে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) ছাম্মাক হোসেন বলেন, নিহত অভি'র শরীরে বিভিন্ন অংশে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল।
শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, কি কারণে খুন হয়েছে জানা যায়নি। তবে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।