ফরিদপুরে হামলার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৯ এএম, ২৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৪২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা এবং ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের সভায় যুবলীগের হামলার প্রতিবাদে ফরিদপুরে মশাল মিছিল করেছে ছাত্রদল।
আজ বুধবার রাত ৮টার দিকে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েসের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পৌর অডিটোরিয়ামের সামনে থেকে এই মশাল মিছিল বের করা হয়। এরপর ভাঙ্গা রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি ভিপি রেজা, আব্দুল্লাহ আল মামুন সনেট, জিয়া সালমান লিমন, কৌশিক আহমেদ অনিক, শামীম খান কায়েস, অনিক খান জিতু, শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইশতিয়াক রশীদ, মাইদুল ইসলাম স্মরণ, পারভেজ খান, সদর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন প্রমুখ মিছিলে নেতৃত্ব দেন।
নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলা এবং ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে সেচ্ছাসেবক দলের কর্মীসভায় যুবলীগের হামলার তীব্র নিন্দা জানান। হামলা মামলা করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবেনা বলে তারা হুঁশিয়ারি দেন।