নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০০ পিএম, ২৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:২৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ক্যাডারদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে নেত্রকোনা জেলা ছাত্রদল।
আজ বুধবার শহরের কুরপাড়া এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সহ সভাপতি শামসুল হুদা শামীম, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ রাজীব, সদস্য সচিব গোলাম রাব্বী। জেলা ছাত্রদল সহ-সভাপতি তরিকুল ইসলাম খান সোহাগ, আবীর হোসেন হিমেল। যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন, সাফায়েত ইসলাম জুয়েল।