ঢাবিতে হামলার প্রতিবাদে ময়মনসিংহে ছাত্রদলের শান্তিপূর্ন বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৬ পিএম, ২৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৪৯ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উপর হামলা ও মারধরের প্রতিবাদে ময়মনসিংহ শান্তিপূর্ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। এ সময় বিক্ষোভকারীরা এই হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
আজ বুধবার বিকেল ৩টায় নগরীর নতুন বাজার এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহের ৪টি ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এর মধ্যে বিকেলে উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন ও সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদের নেতৃত্বে একটি মিছিল নগরীর নতুন বাজার এলাকা প্রদিক্ষণ করে হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে।
এ সময় এই জেলা ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই সময়ে মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচী পালন করেন ছাত্রদল।
এছাড়াও একই ইস্যুতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দক্ষিণ জেলা ছাত্রদল। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মাহাবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক দাঈদ রায়হান।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উপর হামলা ও মারধরের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় (বাকৃবি) এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রদল।
এ সময় বিশ^বিদ্যালয় ছাত্রদলের সভাপতি কৃষিবিদ আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক কৃষিবিদ মো: শফিকুল ইসলামের নেতৃত্বে বাকৃবির ১নং গেইট এলাকায় এই কর্মসূচী পালন করেন তারা।