ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫০ পিএম, ২৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৩৬ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঢাকায় নবগঠিত জেলা ছাত্রদলের নেতাকর্মীদের উপর আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজ বুধবার দুপুরে জেলা ও শহর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শহরের দয়াময়ী মোড় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রদক্ষিণ সড়ক প্রদক্ষিন করে স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।এখানে জেলা ছাত্রদলের সহসভাপতি আবদুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা মনজুরুল করিম সুমন, আতিকুর রহমান সুমিল, শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদ, যুগ্ম আহবায়ক মাহাদী হাসান, রেমিন, ইয়ামিন দেওয়ান, ফাহিম হোসেনসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যে আইনশৃংখলা বাহিনী মানুষের জীবনের নিরাপত্তা দিবে, আজ সেই আইনশৃংখলা বাহিনী সরকারের সন্ত্রাসী বাহিনী হিসেবে পরিনত হয়েছে। পুলিশের সামনেই ছাত্রদল নেতাকর্মীকে আহত করেছে। এই আওয়ামীলীগ সরকারের আমলে ছাত্রলীগ ও পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্বে যে পরিমান হামলা, মামলা, গুম খুন করেছে যা বিগত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে হয়নি।