ঢাবি ছাত্রদলের নেতাদের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৪ এএম, ২৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১১:২৫ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতৃন্দের উপর ছাত্রলীগের নেক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ বুধবার সকালে সিরাজগঞ্জে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা অফিসের সামনে থেকে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের হয়ে হোসেনপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে যেয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ। এ সময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কায়সার পারভেজ কাজল, সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন সহ জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সদর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।
জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়।