ঢাবিতে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৫ পিএম, ২৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৫১ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আজ সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেছেন, আপনারা অবগত আছেন যে, গত ১১/০৯/২০২২ ইং তারিখে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর নতুন কমিটি ঘোষণার পর ভিসি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য। সেই রেওয়াজ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ভিসি এবং প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করলে তারা ২৭/০৯/২০২২ ইং বিকাল সাড়ে ৪টায় সাক্ষাতের সময় নির্ধারণ করেন। এদিকে ছাত্রদলের ক্যাম্পাসে যাওয়ার খবরে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নানান উসকানিমূলক ও আক্রমণাত্মক কর্মকান্ড আমাদের নজরে এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আজ মঙ্গলবার ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভিসির সাথে দেখা করতে যাওয়ার পথে এফ রহমান হলের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। আপনারা নিজেরাও প্রত্যক্ষ করেছেন, বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করে বিনা উসকানিতে কী নির্মমভাবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে।
এই হামলায় গুরুতর আহত হয়েছেন ১. খোরশেদ আলম সোহেল (সভাপতি), ২. আরিফুল ইসলাম (সাধারণ সম্পাদক), ৩. আবদুল জলিল আমিনুল (যুগ্ম-সাধারণ সম্পাদক), ৪. মো. মাসুম বিল্লাহ (যুগ্ম-সাধারণ সম্পাদক), ৫. মো. তরিকুল ইসলাম তারিক (যুগ্ম-সাধারণ সম্পাদক), ৬. ফারহান মো. আরিফুর রহমান (যুগ্ম-সাধারণ সম্পাদক), ৭. মো. নাছির উদ্দীন শাওন (যুগ্ম-সাধারণ সম্পাদক), ৮. মো. রাজু আহমেদ (যুগ্ম-সাধারণ সম্পাদক), ৯. সুপ্রিয় দাশ শান্ত (যুগ্ম-সাধারণ সম্পাদক), ১০. নাজমুস সাকিব (যুগ্ম-সাধারণ সম্পাদক), ১১. মুন্সি সোহাগ (সহ-সাধারণ সম্পাদক), ১২. ইমাম আল নাসের মিশুক (প্রচার সম্পাদক), ১৩. জসিম খান (আন্তর্জাতিক সম্পাদক), ১৪. সাইফ খান (সিনিয়র সহ-সভাপতি, (বিজয় একাত্তর হল ছাত্রদল), ১৫. আকিব জাভেদ রাফি (যুগ্ম-সাধারণ সম্পাদক, বিজয় একাত্তর হল), ১৬. মো. জুবায়ের আহমেদ (যুগ্ম সম্পাদক, সলিমুল্লাহ মুসলিম হল), ১৭. জোসেফ আল জুবায়ের (ছাত্রদল কর্মী, কবি জসীমউদদীন হল)।
নেতৃদ্বয় বলেন, গত কয়েকদিনে ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীদের বিভিন্ন স্বীকারোক্তিমূলক বক্তব্য নিশ্চয়ই খেয়াল করেছেন। এই বক্তব্যগুলোতেই সন্ত্রাসীদের সংগঠন ছাত্রলীগের রাজনৈতিক দেউলিয়াত্ব ও পৈশাচিক রূপ নগ্নভাবে উন্মোচিত হয়েছে। আমরা মনে করি, তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যাফেটেরিয়ায় ফাও খাওয়া, ইভটিজিং, হলের সিট বহিরাগতদের ভাড়া দেয়া, মাদকের ব্যবসা, সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করার অপরাজনীতিকে আড়াল করার জন্যই তারা গত এক দশক ধরে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একচেটিয়া দখলদারিত্ব কায়েম করেছে। তাদের কুকর্মগুলো নির্বিঘ্নে পরিচালনার জন্যই তারা ছাত্রদলকে ক্যাম্পাসের বাইরে রাখতে চায়। আর এই কাজে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দলবাজ প্রশাসন তাদের সক্রিয় সহযোগিতা করছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের ওপর যে হামলা, সেই হামলার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু সন্ত্রাসীদের হুমকি থাকা সত্ত্বেও তারা আজ ছাত্রদলের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আমরা এই ব্যর্থতার দায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টরসহ প্রশাসনের পদত্যাগ দাবি করছি।
স্বাধীনতার পর থেকেই ছাত্রলীগ এদেশের শিক্ষাঙ্গনে প্রতিদ্বন্দ্বীহীন একচেটিয়া দখলদারিত্ব কায়েম করতে চেয়েছে। এটাই তাদের রাজনৈতিক চরিত্র। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিশ্ববিদ্যালয় কারও পৈতৃক সম্পত্তি নয়। এখানে নির্বিঘ্নে, নিরাপদভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা আমাদের অধিকার। এই অধিকার আমরা কারও কাছে সমর্পণ করিনি, করবো না। অচিরেই ছাত্রদল আবারও ক্যাম্পাসে যাবে, ইনশাআল্লাহ। আমাদের ক্যাম্পাস, আমরাই থাকব। একইসাথে এটাও বলে রাখতে চাই, আমাদের সহযোদ্ধাদের প্রতি ফোঁটা রক্তবিন্দুর জবাব অবশ্যই দিতে হবে। প্রতিজন সন্ত্রাসীকে চিহ্নিত করে ভবিষ্যতে আইনের আওতায় আনা হবে।
কর্মসূচি : বুধবার সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘প্রতিবাদী ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এছাড়া হামলায় জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিত না করা হলে অবিলম্বে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।