ঢাবি ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কক্সবাজারে ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৫ পিএম, ২৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৩৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আজ মঙ্গলবার কক্সবাজার শহরের প্রধান সড়কে কক্সবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম মিজান এর উদ্যোগে তাৎক্ষণিক মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, কক্সবাজার শহর ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক এনাম, শহর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফ রিয়াজ, কক্সবাজার আইন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমানুল হক শামীম, ১২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আবছার কামাল, জেলা ছাত্রদল নেতা মেহেরাজ সিকদার, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিক, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসাইন, খুরুশকুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, ঝিলংজা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আজিজ রুবেল, চৌফলদন্ডী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ মনি, শহর ছাত্রদলের আহ্বায়ক সদস্য আব্দুল কাদের, আজাদ বিন গিয়াস, শহর ছাত্রদল নেতা ওসমান গণি বাবুল, ৬নং পশ্চিম শাখার সভাপতি মোহাম্মদ ফয়সাল, ৫নং পূর্ব শাখার সভাপতি রিয়াজ উদ্দিন বাবু, ৬নং পূর্ব শাখার সভাপতি দিহান আহমেদ, ২নং দক্ষিণ শাখার সভাপতি রায়হান উদ্দিন,২নং উত্তর শাখার সভাপতি মোঃ তাসকিন আরমান, ১নং ওয়ার্ডের সভাপতি এস এম তোহফা, সাধারণ সম্পাদক আহসান মাহমুদ হাবিব সহ কক্সবাজার জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।