নৌকা ডুবিতে মৃত ও নিখোঁজ পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৩ পিএম, ২৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:০৭ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আজ মঙ্গলবার পঞ্চগড় জেলার বোদা উপজেলায় করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকা ডুবিতে মৃত ও নিখোঁজ পরিবারের, পিতা-মাতা হারা অবুঝ সন্তান, স্বামী হারা স্ত্রী, সন্তান হারা মা বাবার গগণ বিদারি আর্তচিৎকার ও আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠছে।
তাদেরকে সান্ত্বনা দিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য ও পঞ্চগড় জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আজাদ দলীয় নেতা কর্মীদের বাড়ি বাড়ি সহমর্মিতা প্রকাশ করেন।