ছাত্রদল নেতাদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৬ পিএম, ২৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:২৩ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
গত ২৫/০৯/২০২২ ইং তারিখে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দলীয় সহযােদ্ধাদের হত্যাকান্ডের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির আয়ােজিত বিক্ষোভ সমাবেশে যাওয়ার প্রস্তুতিকালে রাজধানীর কুড়িল বিশ্বরােড এলাকায় ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রুহুল আমিন সােহেল, যুগ্ম-আহবায়ক ফখরুল ইসলাম ফাহাদ ও জয়পুরহাট জেলা শাখার অধীন পাঁচবিবি উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হােসেন আপেলের ওপর অতর্কিত হামলা করে। তারা গুরুতর আহত হয়ে এইমুহুর্তে একটি। বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তারা বলেন, এধরণের পৈশাচিক হামলা বন্ধ না করলে এবং অপরাধীদের বিষয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে জাতীয়তাবাদী ছাত্রদল এসব হামলার সমুচিত জবাব দিবে। সেক্ষেত্রে উদ্ভূত। পরিস্থিতির দায়ভার ছাত্রলীগ-যুবলীগ তথা আওয়ামীলীগ এবং প্রশসনকেই বহন করতে হবে।