গণতান্ত্রিক অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মুকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৫ পিএম, ২৬ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৫০ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গণতান্ত্রিক অধিকার আদায়ের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আহমেদ আলী মুকিব৷
মুন্সীগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশ ও আ.লীগের হামলায় যুবদল নেতা শাওন হত্যা, বিএনপির ভাইস প্রেসিডেন্ট বরকত উল্লাহ বুলু ও তাবিথ আউয়ালের উপর আক্রমণ সহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও পুলিশের দমন নিপিড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাত বিএনপির প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসময় তিনি বলেন, 'বর্তমান ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করতে হলে দেশ ও বিদেশের সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু বিএনপি নয় রাজনৈতিক ও অরাজনৈতিক সকল দেশ প্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার কর্মসূচিতে বাধা দেওয়ার পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যা করছে, যা মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ। পুলিশ নির্ভর সরকারকে হঠাতে হলে এখনই রুখে দাঁড়াতে হবে বলে জানান তিনি।
ইউএই বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সদ্য সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খাঁন, আবুল বসর সহ সাবেক কমিটির সকল নেতৃবৃন্দ।
এর আগে মধ্যপ্রাচ্যের সমন্বয়ক আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন বিএনপি'র কমিটি নিয়ে বিস্তর আলোচনা হয়। এতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নতুন কমিটির প্রতি আনুগত্য থাকার ব্যাপারে নির্দেশনা দেন আহমেদ আলী মুকিব। তিনি বলেন, দলের এই দুঃসময়ে সবাইকে এক ও অভিন্ন থাকতে হবে, ছোট্ট কমিটিতে সবাইকে যায়গা করে দিতে না পারলে ও পূর্ণাঙ্গ কমিটিতে সবাই যথোপযুক্ত মূল্যায়ন হবে বলে তিনি আশ্বাস প্রধান করেন এবং বলেন, যে বা যারা দায়িত্ব পাবেন তাদের এড়িয়ে কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামীতে কমিটি যেভাবেই আসে একসাথে কাজ করবে বলে আশ্বাস দেন। এবং দেরিতে হলেও একসাথে বসার পরিবেশ করে দেওয়ার জন্য আহমেদ আলি মুকিবকে ধন্যবাদ জানান। নেতৃবৃন্দের সাথে কথা বললে তারা জানায় আমিরাতে বিএনপির রাজনৈতিক সুবাতাস বইছে। শীগ্রই আহবায়ক কমিটি আসতেছে বলে তারা আশাকরেন।