খালেদা জিয়ার সুস্থতা ও আন্দোলনে নিহত নেতাদের মাগফেরাত কামনায় বগুড়ায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৫ পিএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১১:৪৮ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও চলমান আন্দোলনে নিহত নেতাকর্মিদের আত্মার মাগফেরাত কামনায় বগুড়ায় প্রযুক্তি দলের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বাদ আছর বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল বগুড়া জেলা কমিটির উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রযুক্তি দল বগুড়া জেলা শাখার আহ্বায়ক নূহের মাহমুদ তমাল, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, প্রযুক্তি দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো: আবু সাইদ বগুড়া জেলা প্রযুক্তি দলের সদস্য সচিব সহিদুল ইসলাম রতন, গাবতলি উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, বগুড়া জেলা প্রযুক্তি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম টিটু, যুগ্ম- আহ্বায়ক শুয়াইব আহমেদ চপল, বেলাল হোসেন, হাসরে জনি, সদস্য সোহান হাসান বাবু, ইমতিয়াজ, মামুন, নাফিউল ইসলাম সহ বগুড়া জেলা প্রযুক্তি দলের নেতা কর্মী বৃন্দ।