ক্ষমতায় থেকে আ'লীগের নির্বাচন করার স্বপ্ন পূরন হবে না : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১২:০৩ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
ক্ষমতায় থেকে আওয়ামীলীগ নির্বাচন করার রে স্বপ্ন দেখছে, তা পূরন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, সরকার জনজীবন বিপন্ন করে তুলেছে, জনদুর্ভোগ সৃস্টি করেছে। এসবের বিরুদ্ধে মানুষ আজ জেগে উঠেছে। এখন হত্যা, নির্যাতন করে চলমান আন্দোলন দমন করা যাবে না। শহীদ নূরে আলম, আবদুর রহিম, শাওন ও শহীদুল ইসলাম শাওনের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, তাদের রক্ত বৃথা যেতে দেব না।
এ সময় তিনি আরও বলেন, ক্ষমতায় থেকে নির্বাচন করার আওয়ামী যে সুখ স্বপ্ন দেখছে, তা দুঃস্বপ্নে পরিণত হবে। কারণ সাজানো ও পাতানো নির্বাচনের নামে আর প্রহসন করতে পারবে না আওয়ামী লীগ। ইনশাআল্লাহ নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ত্রিশালের দরিরামপুর এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লোডশেডিং, জ্বালানী তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সারের মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় নূরে আলম, রহিম, নারায়নগঞ্জে শাওন ও মুন্সিগঞ্জে শহীদুল ইসলাম শাওন হত্যাসহ দমন নিপিড়নের প্রতিবাদে প্রতিবাদে এই কর্মসূচি পালন করে বিএনপি।
এ সময় ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন ,যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহমদ বাচ্চু, শুক্কর মাহমুদ ববি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু প্রমূখ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ডা: মাহবুবুর রহমান লিটন বলেন, রাজপথের ফয়সালা শুরু হয়ে গেছে। স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হত্যা গুম খুন ও নির্যাতন করে কোন স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, এই সরকারও পারবে না ।