যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে বগুড়া জেলা যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৫ পিএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৩১ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
মুন্সীগঞ্জে বিএনপির কর্মসূচিতে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ—সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, কে এম খায়রুল বাশার ও শেখ তাহাউদ্দিন নাহিন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগান, বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবীব মমি, সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ সুজন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শাহনেওয়াজ সাজন, ফারুকে আজম, রেজাউল করিম লাবু, শফিকুল ইসলাম, প্রিন্স, এ্যাডঃ এনামুল হক পান্না, রেজাউল, স্বপন, নয়ন, রাশেদ, জুম্মান, শহর যুবদলের যুগ্ম আহবায়ক এমরান হোসেন, সৌরভ হাসান শিবলু, জাহিদ হোসেন, আবু সাঈদ, মেহেদী হাসান বাপ্পী, সাদ্দাম হোসেনসহ যুবদলের ২৪টি ইউনিটের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা বলেন, জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা। এ অবস্থায় বিএনপি দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে শান্তির্পূর্ণ কর্মসূচি পালন করছে। জনগণের অধিকারের কথা বলছে। এজন্যই বিএনপির কর্মসূচিতে গুলি, হামলা চালানো হচ্ছে। হামলায় নিহত হচ্ছে দলের নেতাকর্মীরা। এ অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়। তিনি বলেন হামলা মামলা হত্যা করে আন্দোলন দমানো যাবেনা। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা নবাববাড়ি সড়কে জড়ো হন।