যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫২ পিএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১২:৩৫ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌর শাখা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে ফেনী জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন (ভিপি বেলাল) এর সভাপতিত্বে এবং জেলা জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সদস্য ও সাবেক সদর উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম সোহাগ, দপ্তর সম্পাদক মোঃ আল ইমরান, ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহবায়ক ফরিদুর ইসলাম রাহাত, ছাগলনাইয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মোমিন, যুগ্ম আহবায়ক আবুল কাসেম সোহাগ, পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক টুটল চন্দ্র নাথ, ধর্ম বিষয়ক সম্পাদক জাপর দুলাল, গন শিক্ষা বিষয়ক সম্পাদক তুহিনুর রহমান তুহিন, শিল্প বিষয়ক সম্পাদক মুন্সী এনামুল হক কামরুল, সাহিত্য বিষয়ক সম্পাদক শামীম আনচারী, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লিটন জেলা যুবদলের সদস্য মহিউদ্দিন মতিন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইস্রাফিল মাসুদ, গোলাম সরওয়ার, সদস্য বাহার, মোঃ সোহেল, নজরুল ইসলাম ( Lrb নজরুল) ইমাম হোসেন ইমন, ইকবাল হোসেন বাবলু, আবদুল্লাহ আল মামুন, সোহাগ, রুমন, হারুন, পৌর যুবদল নেতা সোহরাব হোসেন অপু, শাহনেওয়াজ, মায়া, খুরশীদ, শামীম, কাওসার, আরমান অন্তর, সহ ফেনী জেলা যুবদল, সদর উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা শাওন হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে এর সুবিচার দাবী করেন।