চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:১২ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, সরকার যুবদল নেতা-কর্মীদের হত্যা, গুম, খুন, জুলুম নির্যাতন করে জনগণের মুক্তির আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে। বুকের তাজা রক্ত দিয়ে হলেও সাধারণ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিনা ভোটের সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য পরিকল্পিতভাবে যুবদল নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, গুম ও খুন করে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। দেশের মানুষের স্বাধীনতা নেই। কথা বলার অধিকার নেই। সাধারণ মানুষ আজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
তিনি আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলোত্তর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন’র পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি নূর আহমদ গুড্ডু, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, মোহাম্মদ আলী সাকী, যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, হেলাল হোসেন, রাজন খান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ওমর ফারুক, গোলজার হোসেন, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুর রহমান টিপু, জাহাঙ্গির আলম বাঁচা, শাহজাহান পলাশ, মুজিবুর রহমান রাসেল, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মো: জসিম উদ্দিন সাগর, মহিউদ্দিন মুকুল, মো. আলা উদ্দিন, সহ সম্পাদক বৃন্দ মোহাম্মদ শাহেদুল ইসলাম, হাফেজ কামাল উদ্দিন, মো. সালাউদ্দিন, মো. ইদ্রিস, হামিদুল হক চৌধুরী, মো. হাসান, মিজবাহ উদ্দিন মিন্টু, ইলিয়াছ হাসান মঞ্জু, মিফতাহ উদ্দিন সিকদার টিটু, হোসেন উজ জামান, মিজানুর রহমান দুলাল, মঞ্জুর আলম মঞ্জু, সাইফ উদ্দিন যুবরাজ, নগর যুবদলের সদস্য সাইদুল হক সিকদার, মাহবুব খান জনি, থানা যুবদলের আহবায়ক বজল আহমেদ, সফিউল আজম, ইসমাঈল হোসেন লেদু, থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, শওকত খান রাজু, মো. সরওয়ার, তাজ উদ্দিন তাজু, মঞ্জুর আলম মঞ্জু, আবদুল জলিল, মো. এয়াছিন, মো. সোহেল, মো. শাহ আলম, ওয়ার্ড যুবদলের জাবেদ হোসেন, বাদশা আলমগীর, মো. ছাদেক, মো. ফরহাদ, এরশাদ, রাসেল আহমদ, সাইফদ্দিন খান রাজিবসহ প্রমুখ নেতৃবৃন্দ।
পরে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল নগরীর কাজীর দেউরী মোড় থেকে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে করে শেষ হয়।