জনগণের অধিকার সংগ্রামের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৪ পিএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৩৩ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেছেন, হামলা ও গুলি করে জনগণের অধিকার সংগ্রামের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে জামালপুরে জেলা যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে শহরের দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে মামুন আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি তার লক্ষ্যে যতদিন পর্যন্ত না পৌঁছাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। তিনি আরও বলেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে। পুলিশ বাহিনী আজ আওয়ামী লীগের দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। মুন্সিগঞ্জে শাওন হত্যা বৃথা যেতে পারে না উল্লেখ করে বলেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আগামী দিনে শাওন হত্যার প্রতিবাদে যুবদল নেতাকর্মীদের শপথ গ্রহণ করার আহবান জানান তিনি।
জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামুনুর রশিদ বাবু, আলম হোসেন প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপিসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।