শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে তারাকান্দায় যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩১ পিএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৩২ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
মুন্সিগঞ্জে বিএনপি'র সমাবেশে পুলিশের গুলিতে মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌর যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবদলের উদ্যোগে আজ শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডলের সভাপতিত্বে ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার,মাসুদ রানা খান,তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ইয়াসিন আলী, শাজেদুল করিম খোকন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল ইসলাম মন্ডল, উপজেলা যুবদল নেতা আজহারুল ইসলাম মন্ডল, আনোয়ার ফকির, এরশাদ, ফরিদ অহামেদ, আল আমিন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, এইচ.এম জুয়েল, শ্রমিকদলের আহবায়ক পাভেল মন্ডল, যুগ্ম আহবায়ক মজিবর ড্রাইভার প্রমূখ।