রংপুরে পুলিশী বাধাঁয় যুবদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৫ পিএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৫৮ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
জাতীয়বাদী যুবদল মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌরশাখার সহ সাংগঠনিক সম্পাদক শাহদুল ইসলাম শাওনকে পুলিশের পৈশাচিক হত্যার প্রতিবাদে রংপুর মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধাঁ দিয়েছে।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ মিছিলের গতি রোধ করে। পরে সেখানেই পুলিশী বাধাঁ উপেক্ষা করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হিরা, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা থেকে হুশিয়ারী দেয়া হয় শাওন হত্যার সাথে জড়িত দের এই বাংলার মাটিতেই বিচার করা হবে।