ফরিদপুর জেলা যুবদলের বিক্ষোভ কর্মসূচীতে পুলিশের বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৭ পিএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:১৫ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌর শাখার যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে আজ শনিবার বেলা ১১টায় জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচীতে নেতৃবৃন্দ ফরিদপুর প্রেসক্লাব চত্বরে জড়ো হতে থাকে। সেখান থেকে নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীদের সংগে পুলিশের ধস্তাধস্তির একপর্যায়ে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি এম এম ইউসুফ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।