সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪২ পিএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৩৭ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
পুলিশের গুলিতে মুন্সিগঞ্জের যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে আজ শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে শহরের চান্দুআলী মোড়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ।
পুলিশের গুলিতে মুন্সিগঞ্জের যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর আলোকে সিরাজগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা যুবদল এবং জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক যুবদল নেতা কর্মী সমর্থক সহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।