যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৩ পিএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪০ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ঢাকা-আরিচা মহাসড়কে।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি রেজাউল কবির পল, বিপ্লবী সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি, মোঃ রাকিব দেওয়ান রকি, যুগ্ন সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল মোঃ তাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ শহিদুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল।
যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মিন্টু, সহ-সাধারণ সম্পাদক। যুবদল নেতা, মোঃ আব্দুর রশিদ পলান, মোঃ জনি দেওয়ান, মোঃ জহির মিয়া, মোঃ রাকিব সরকার, মোঃ কলিম উদ্দিন, মোঃ জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি রেজাউল কবির পল বলেন, মুন্সীগঞ্জে বর্বরোচিত হামলা করে আমাদের সহযোদ্ধা, যুবদল নেতা শহীদ মোঃ শহিদুল ইসলাম শাওন কে হত্যা করা হয়েছে। আমরা ঢাকা জেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিচারবহির্ভূত এ সমস্ত হত্যার জবাব রাজপথের ফয়সালার মাধ্যমেই দিতে হবে। আমরা রাস্তায় নেমে গেছি রাস্তায় ফয়সালা হবে। এই বাকশালী ও স্বৈরাচারী সরকারের পতন অনিবার্য। সামনে যে কোন আন্দোলন সংগ্রামে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা জীবন বাজি রেখে রাজপথে থাকবো।
তিনি সংক্ষিপ্ত সমাবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।