নয়া পল্টনে যুবদলের সমাবেশ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৯ এএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৩০ এএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বানান হয় অস্থায়ী মঞ্চ।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে দুপুর ২টা থেকে নয়া পল্টনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে এলে নয়া পল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এসময় নেতাকর্মীদের সরকার বিরোধী স্লোগানে নয়া পল্টনের আশেপাশের এলাকা প্রকম্পিত হয়।
এই মুহূর্তে মঞ্চে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত আছেন। সমাবেশে বিএনপি মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।