কাতারে মরহুম পেয়ার মোহাম্মদ এর আত্মার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৯ পিএম, ২৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:৪৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কাতার বিএনপির সিনিয়র সহ-সভাপতি মরহুম পেয়ার মোহাম্মদ এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে কাতার বিএনপি। সংগঠনে সহ-সভাপতি ইসমাইল মনছুর সভাপতিত্বে এতে স্মৃতিচারণ করেন কাতার বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু সহ-সভাপতি ইউছুপ সিকদার, সহ-সাধারণ সম্পাদক আইনুল করিম বাবু।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কাতার বিএনপি নেতা ফজল কবির। যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন কাজলের সঞ্চলনায় এতে উপস্থিত ছিলেন কাতার বিএনপি সহ-সভাপতি আব্বাস উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল রহমান, আবদুর রহিম, সাইন উদ্দীন রুহেল, ইয়াকুব খান, ক্রিড়া সম্পাদক মোঃ রিয়াজ, তথ্য ও গবেষনা সম্পাদক ফনিভুষণ দাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ খালেদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাজু ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মাইনুউদ্দীন, সহ-অর্থ সম্পাদক শাহাদাত হোসেন হৃদয়, বিএনপি নেতা জাকারিয়া চৌং, ইকবাল হোসেন মামুন, রফিক খান, মামুন খান, আমিনুল ইসলাম সুমন, কায়েস আহমেদ, ইদ্রিস বিষু, লিমন ভূঁইয়া, ইঞ্জিনার আমানত, রহিম বাদশাসহ প্রমুখ।