বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে আগামীকাল রাজশাহীতে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৩ পিএম, ২৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৩২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসাবে আগামীকাল রাজশাহীতে ‘জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে অবাধ-নিরপেক্ষ নির্বাচন-উত্তর একটি জাতীয় সরকার এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ অপরিহার্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আগামীকাল সকাল ১০টায় রাজশাহী নগরীর হোটেল এক্স (সাবেক ইন্ডেক্স প্লাজা)-এর হলরুমে এ আলোচনা অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত এ আলোচনায় রাজশাহীর সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ অংশ নেবেন। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। এত প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট রাজনীতিবিদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।