শাওন নিহতের ঘটনার প্রতিবাদে নয়াপল্টনে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১০ পিএম, ২৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:২৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশের গুলিতে যুবদল কর্মী মোহাম্মদ শহিদুল ইসলাম শাওন নিহতের ঘটনার প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলটি শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ বাধা প্রদান করে।
দলীয় কার্যালয়ে নিহত শাওনের জানাজা নামাজ শেষে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে রিজভী এই বিক্ষোভ মিছিল করেন।
মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. জাহিদুল কবিরসহ কয়েক শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।