শোচনীয় পতনের আশঙ্কায় দেশকে মৃত্যুপূরীতে পরিণত করছে সরকার : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১১ পিএম, ২৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:০০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণ আন্দোলনে ভয় পেয়ে পুলিশকে দিয়ে হত্যা, নির্যাতন করিয়ে র্যাবের মতো পুলিশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে সরকার। শোচনীয় পতনের আশঙ্কায় দেশকে মৃত্যুপূরীতে পরিণত করছে সরকার।
আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে মুন্সিগঞ্জে মিছিলে পুলিশের গুলিতে নির্মমভাবে আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় গত বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণকারী যুবদল নেতা মোঃ শাওন এর গায়েবানা জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যখন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র সোচ্চার হয়ে দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য তদন্ত চাচ্ছে, তখন ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে দিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি করে হত্যা ,নির্যাতন করিয়ে সরকার মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে। সরকার হীন রাজনৈতিক স্বার্থে সমগ্র নিরাপত্তা বাহিনীকে অন্যায়ভাবে অপব্যাবহার করে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, শহীদ শাওনের রক্ত বৃথা যাবে না। স্বৈরাচারের পতন ঘটিয়ে হত্যা নির্যাতনের বিচার করা হবে।
তিনি বলেন, শহীদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি,তাদের রক্ত বৃথা যেতে দেব না।
হালুয়াঘাট মধ্যবাজারে ধানহাটা মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় হালুয়াঘাট ঊপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, হানিফ মো:শাকের উল্লাহ, নাদিম আহমদ, আবু হাসনাত বদরুল কবির, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবদুল হামিদ, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, আব্দুল মান্নান মল্লিক, ইসহাক আলী মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, হাফিজ উদ্দিন আহমদ বিএসসি, বোরহান ঢালি, আল আমিন চমক, ক্বারী আবুল কাশেম, ইসমাইল হোসেন, রমজান আলী, আবদুল লতিফ, জহিরুল ইসলাম, যুবদল নেতা সোহেল আল আজাদ, আব্দুল মালেক সোহান, আবু নাসের, নাহিদ হাসান উজ্জল, জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম, সহ সভাপতি রাব্বি কায়সার আরাফাত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম শাহীন, আনিসুর রহমান, পৌর সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গায়েবানা জানাজায় শরীক হন।
গায়েবানা জানাজা শেষে কালো ব্যাজ ধারণ করে নেতাকর্মীরা মৌন শোক পদযাত্রা করেন।