মুন্সীগঞ্জে বিএনপির মিছিলে হামলার প্রতিবাদে ময়মনসিংহ মহানগর যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১২ পিএম, ২২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা ও পুলিশের গুলির প্রতিবাদে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল।
আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নগরীর বাগানবাড়ী এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় দলীয় কার্যালয়ের সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা মিনহাজুল আবেদীন রাসু, আব্দুল্লাহ আল মামুন, হাসনাত জাহান সাগর, চঞ্চল সাহা, আরিফুল ইসলাম নাহিদ, আমিন, নূরী প্রমূখ।
সমাবেশে যুবদল নেতারা বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা করে দেশকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। এতে অতি উৎসাহি কিছু পুলিশ সদস্য গুলি করে নেতাকর্মীদের হত্যা করছে।
অবিলম্বে এই হামলা বন্ধ না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজপথে কঠোর জবাব দিতে যুবদল নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।