এবার রাঙ্গাকে বাদ দিয়ে জাপার জেলা কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৪ পিএম, ২১ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:২৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপিকে এবার রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে দলের চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এ কমিটি ঘোষণা করেন। রংপুর জেলা জাপার সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি ফকরুজ্জামান জাহাঙ্গীরকেও নয়া কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।
জানা গেছে, রওশন এরশাদের ডাকা কাউন্সিলের কমিটির সদস্য থাকায় তাকে বাদ দেয়া হয়েছে। একইভাবে রাঙ্গা সমর্থক বেশ কয়েকজন নেতাকেও নতুন কমিটিতে রাখা হয়নি। আগের কমিটি বিলুপ্ত করে বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টুকে আহ্বায়ক ও আলহাজ আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এ আদেশ ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জাতীয় পার্টির দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান। কমিটির সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আবু নাছের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান (পীরগাছা), শামসুল ইসলাম (গঙ্গাচড়া), আজমল হোসেন লেবু (রংপুর সদর), অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন চৌধুরী (বদরগঞ্জ), সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপি (রংপুর সদর), মোস্তাফিজার রহমান মোস্তফা (রংপুর সদর), এইচ এম শাহরিয়ার আসিফ (রংপুর সদর), এস এম ইয়াসির (রংপুর সদর), ডা. ইখলাস (গঙ্গাচড়া), ফৈরদৌসি বেগম মালা (রংপুর সদর), অধ্যক্ষ মোছা. নাহিদ ইয়াসমিন (রংপুর সদর), শাহিনুর রহমান মার্শাল (তারাগঞ্জ), মো. আলাউদ্দিন মিয়া (রংপুর সদর), অ্যাডভোকেট শাহীন (কাউনিয়া), অ্যাডভাকেট আমজাদ হোসেন (কাউনিয়া), হাসানুজ্জামান নাজিম (রংপুর সদর), মোছা. কাজলী বেগম (রংপুর সদর), মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী (মিঠাপুকুর), মাসুদার রহমান মিলন (রংপুর সদর), মাসুদ নবী মুন্না (রংপুর সদর), সাফিউল ইসলাম সাফি (রংপুর সদর), রুহুল আমিন লিটন (রংপুর সদর), কামরুল ইসলাম ভরসা (কাউনিয়া), হবিবর রহমান (পীরগঞ্জ), আবেদ আলী (পীরগঞ্জ), নূর আলম যাদু (পীরগঞ্জ), মো. আলমগীর হোসেন (পীরগঞ্জ), জাহিদুল ইসলাম (পীরগঞ্জ) ও মো. আল মামুন (রংপুর সদর)। পরবর্তী সময়ে প্রয়োজন হলে আহ্বায়ক কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে জাপা চেয়ারম্যান জিএম কাদের নবগঠিত কমিটিতে এক নম্বর সদস্য হয়েছেন এবং রংপুর সদরের কোটায় তিনি সদস্য হয়েছেন। তার ভাতিজা জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি আসিফ শাহরিয়ারকে রংপুর সদরের তিন নম্বর সদস্য করা হয়েছে। জিএম কাদের রংপুর সদর কমিটির সদস্য হিসেবে নিজের নাম রাখায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে প্রার্থী হওয়ার বিষয়ে এতদিন ধরে চলে আসা গুঞ্জনের সত্যতা প্রকাশ পেল বলে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা জানিয়েছেন। জিএম কাদের বর্তমানে লালমনিরহাট সদর আসনের এমপি। সেখানে তার বদলে স্ত্রী শেরিফা কাদেরকে মনোনয়ন দেয়া এবং রংপুর-৩ আসনে প্রার্থী হওয়ার কথা বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন তিনি। রংপুর-৩ আসনের এমপি প্রার্থী হচ্ছেন রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ। দলের নাম প্রকাশে অনিশ্চুক নেতারা জানিয়েছেন, এ ঘটনার মধ্য দিয়ে রওশন এরশাদের সঙ্গে জিএম কাদেরের মধ্যে দ্বন্দ্বে নতুন করে ঘি ঢেলে দেয়া হলো।
এদিকে নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক নয়া কমিটি অনুমোদন দেয়ায় দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি গতকাল বুধবার দুপুরে বলেন, ‘আমরা আগামী তিন মাসের মধ্যে জেলার সব উপজেলার কাউন্সিল সম্পন্ন করে কমিটি গঠন করবো।’ এরপর জেলা সম্মেলন করে কমিটি উপহার দেবেন বলে আশা প্রকাশ প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর জাপার দফতর বিভাগ থেকে জানানো হয়, দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে দলের প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।